নিকাশঘর, ক্যামেলস্ রেটিং ও পারিপাসু চার্জ সম্পর্কে বিস্তারিত লিখুন - Banking Diploma Education

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 1, 2015

নিকাশঘর, ক্যামেলস্ রেটিং ও পারিপাসু চার্জ সম্পর্কে বিস্তারিত লিখুন

৭)  নিকাশঘরঃ কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম কাজ হলো নিকাশ ঘর হিসাবে কাজ করা। অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন আমতঃব্যাংক লেনদেনের নিষ্পত্তি সাধন করে। একটি ব্যাংকে যখন অপর ব্যাংকের উপর ইস্যুকৃত কোন চেক বা নোট জমা দেয় হয় তখন তা নিকাশ গরে উপসহাপনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক দুটির মধ্যে লেনদেন সম্পাদিত হয়। এছাড়া, অর্থনীতির অভিন্ন ইউনিট হিসাবে কাজ করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের মধ্যে অসংখ্য আর্থিক লেনদেন সম্পাদিত করে। এসব লেনদেনের সুষ্টু ও নির্ভূল নিষ্পত্তি সাধন কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘরের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ জটিল কাজটি সম্পাদন করে থাকে। ইহাতে একটি ব্যাংক অপর ব্যাংকের জমা ও খরচ উভয় হিসাবেরই নিষ্পত্তি হয়ে থাকে। সাধারণভাবে নিকাশ ঘর এমন একটি প্রতিষ্ঠান যেখানে চেক বা বিভিন্ন প্রকার বাণিজ্যিক বিল বিনিময় করা হয় এবং বিনিময়ের সময় চেক বা বিলসমূহ লেনদেনের উদ্বৃত্ত পরিমান নগদে পরিশোধ করা হয়।
 
৮)  ক্যামেলস্ রেটিং: আর্থিক খাত সংস্কার কর্মসূচীর আওতায় বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে প্রতিযোগিতামূলকভাবে পরিচালিত হচ্ছে। এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এই খাতে সিহতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জন করা। এই পরিবর্তিত পরিসিহতিতে নিয়মএনকারী ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক এফএসআরপি এর পরামর্শত্রুমে তার তদারক ব্যবসহা জোরদার ও আধুনিকীকরণের পদক্ষেপ নেয় এবং সে প্রেক্ষিতে ব্যাংক সমূহের কার্যত্রুম ও সার্বিক আর্থিক অবসহা তথা পারফরমেন্স মূল্যায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আমর্তজাতিক মাপকাঠিতে ক্যামেল রেটিং নামে নতুন পদ্ধতির প্রবর্তন করে। এই পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সমস্যা সংকুল ব্যাংক সমূহকে চিহিুত করে এদের কার্যত্রুম সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় ব্যবসহা গ্রহণসহ ব্যাংক সম্পর্কেও সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়। বাংলাদেশ ব্যাংকে এই লক্ষ্যে একটি প্রবলেম ব্যাংক মনিটরিং বিভাগ খোলা হয়েছে। ক্যামেল রেটিং এর মাধ্যমে সমস্যাসংকুল ব্যাংক সমূহের সমস্যাসমূহ সমাধানে যথাযথ ব্যবসহা নেওয়া হবে এই মর্মে সংশ্লিষ্ট ব্যাংক সমূহের পরিচালক পর্ষদ হতে অংগীকারনামা গ্রহণেরও  ব্যবসহা চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অফ সাইট পরিদর্শনের দৃষ্টিভঙ্গির আওতায় ব্যাংকসমূহ হতে প্রাপ্ত বিভিন্ন পরিসংখ্যানগত প্রতিবেদন বিশ্লেষণের ভিত্তিতে ক্যামেল রেটিং করা হয়। এখানে-
সি- ক্যাপিটাল এডিক্যুয়েসী
এ- এ্যাসেট কোয়ালিটি
এম- ম্যানেজমেন্ট এ্যাবিলিটি
ই- আর্নিং ক্যাপাসিটি
এল- লিক্যুয়িডিটি।
এস-সেনসিটিভিটি টু মার্কেট রিস্ক
এটি একটি অনুমোদিত ফরমুলার আওতায় সি, এ, এম, ই, এল, এস এর সংশ্লিস্ট ব্যাংকের অবসহা আলাদা আলাদাভাবে নির্ণয় করে রেটিং করা হয়। পরবর্তিতে এই রেটিংগুলোর গড় রেটিং বের করে ১, ২, ৩, ৪ ও ৫ এই ভাবে কম্পোজিট রেটিং করা হয়। এই কম্পোজিট রেটিং এর ১ হলো স্ট্রং, ২ হলো স্যাটিসফেক্টরী, ৩ হলো ফেয়ার, ৪ মার্জিনাল ও ৫ আনস্যাটিসফেক্টরী মতামত গ্রহণ করা হয়।
সাধারণত যে সমসত ব্যাংক কম্পোজিট রেটিং এ ৪ ও ৫ এর মধ্যে থাকে তাদেরকে বাংলাদেশ ব্যাংক প্রবলেম ব্যাংক হিসাবে চিহিুত করে প্রয়োজনীয় ব্যবসহা দিয়ে থাকে।

৯) পারিপাসু চার্জঃ পারি পাসু শব্দটি ল্যাটিন শব্দ থেকে আগত যার অর্থ সমান পদক্ষেপ। অর্থাৎ, যখন একটি বিষয় অন্য একটি বিষয়ের সাথে সমানভাবে অগ্রসর হয় তখন একে পারিপাসু হিসাবে অগ্রসর হচ্ছে বলে অভিহিত করা হয়। সাধারণতঃ কোম্পানীর ডিবেঞ্চার ইস্যু করার সময় এ কথাটি ব্যবহদত হয়ে থাকে। এর অর্থ কোন নির্দিষ্ট সিরিজের ডিবেঞ্চার সমূহ একই হারে প্রদান করতে হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad