নির্দেশনামা, রাইট অব সেট অফ ও কার্জে হাছানা সম্পর্কে বিস্তারিত লিখুন - Banking Diploma Education

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, March 1, 2015

নির্দেশনামা, রাইট অব সেট অফ ও কার্জে হাছানা সম্পর্কে বিস্তারিত লিখুন


১০)  নির্দেশনামাঃ ব্যাংকের কোন গ্রাহক তার হিসাব পরিচালনার জন্য অন্য লোককে যে দলিলের মাধ্যমে ক্ষমতা প্রদান করেন তাকে নির্দেশপত্র বলে। নির্দেশনামা পত্রে গ্রাহক যতটুকু ক্ষমতা প্রদান করে কেবল মাত্র তার নির্দেশ থাকে।


উল্লেখ্য যে, এক্ষেত্রে নির্দেশ প্রদানকারী প্রাপ্তকারীর স্বাক্ষর সত্যায়িত করে দেয় এবং নিজেও স্বাক্ষর প্রদান করেন। নির্দেশনামা অনুযায়ী ব্যাংকার গ্রাহকের লেনদেন পরিচালনা করতে বাধ্য থাকেন।



১১)  রাইট অব সেট অফঃ এটি ব্যাংকারের একটি আইনগত অধিকার। এই অধিকার প্রয়োগের ব্যাপারে ব্যাংকার ও ঋণ গ্রহীতার মধ্যে পূর্ব নির্ধারিত চুত্তিু থাকতে পারে বা এর উল্টোভাবে চুত্তিুর অবর্তমানে ব্যাংকার একটি নোটিশ প্রদান করে ঋণ গ্রহীতার ঋণ হিসাব সমন্বয়ের জন্য তার আমানত হিসাবে সেট অফ প্রয়োগ করার  অধিকার অর্জন করতে পারে। অবশ্য এরদপ সেট অফ প্রয়োগের ক্ষেত্রে খতঢ়য়তর ইক্ষনধভঢ় থাকতে হবে এবং ঋণের অংক সুনির্দিষ্ট হতে হবে। পূর্ব নির্ধারিত চুত্তিুর মাধ্যমে এই সেট অফ অধিকার অর্জন বৈধ করার পক্ষে ব্যাংকারকে তার ঋণগ্রহীতার কাছ থেকে লেটার অব সেট অফ নামে মেমোরেন্ডাম নিয়ে নিতে হবে।


উল্লেখ্য যে, সেট অফ শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ ঋণের বেলায় এবং সেট অফ প্রয়োগের দিন সেগুলো আদায়যোগ্য বলে বিবেচিত হবে।


তবে নিমণলিখিত ক্ষেত্রে সেট অফ স্বয়ংত্রিুয়ভাবে প্রযোজিত হয়।


ক)  গ্রাহকের মৃত্যু হলে বা সে দেউলিয়া হলে।


খ)  কোন কোম্পানীর বিলুপ্তিতে বা তার কোন অংশীদার দেউলিয়া হলে।


গ)  কোর্ট হতে গার্ণিশি আদেশপ্রাপ্ত হলে।


ঘ)  ব্যাংকে রক্ষিত গ্রাহকের ঋণপত্রের উপর দ্বিতীয়বার বন্ধকের নোটিশ পাওয়া গেলে।


ঙ)  গ্রাহকের জমার উপর এ্যাসাইনমেন্ট নোটিশ প্রদত্ত হলে।





১২)  কার্জে হাছানাঃ প্রচলিত ব্যাংক ব্যবসহার সাথে ইসলামী ব্যাংক লক্ষ্য-উদ্দেশ্য ও নীতিমালার দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। ইসলামী ব্যাংক তার অর্থ বিনিয়োগকালে সমাজের প্রয়োজনের প্রতি দৃষ্টি রাখে। তাই ইসলামী ব্যাংক বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে বিনা লাভে ঋণ প্রদান করে থাকে। ব্যত্তিুগত বা জনকল্যানমূলক এ বিশেষ ঋণকে কার্জে হাছানা বা কল্যাণকর ঋণ বলা হয়ে থাকে। উল্লেখ্য যে, ইসলামী ব্যাংকে কার্জে হাছানা ছাড়া অন্য কোন ঋণের ব্যবসহা নেই।

No comments:

Post a Comment

Post Bottom Ad