What is Forensic accounting? Is it (Forensic accounting) apply to Bangladesh? - Banking Diploma Education

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 28, 2015

What is Forensic accounting? Is it (Forensic accounting) apply to Bangladesh?

৫। Forensic হিসাববিজ্ঞান কী? এই হিসাববিজ্ঞান কি বাংলাদেশে প্রয়োগ করা যায়?
Forensic হিসাববিজ্ঞানঃ হিসাব সংশ্লিষ্ট জটিলতা নিয়ে যখন কোর্টে কোনো মামলা হয় তখন কোর্ট হিসাববিষয়ক জটিলতা নিরসনের জন্য দক্ষ অভিজ্ঞ হিসাববিজ্ঞানী নিয়োগ করে তদন্ত করার মাধ্যমে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ সংগ্রহ করেন। এই তদন্ত প্রক্রিয়াকে Forensic Accounting বলা হয়। এক্ষেত্রে মামলা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত হিসাববিষয়ক কর্মকান্ড যাচাই করা হয়। হিসাব অসম্পূর্ণ থাকলে সেক্ষেত্রেও দক্ষ অভিজ্ঞ হিসাবরক্ষক বা হিসাববিজ্ঞানী দ্বারা হিসাবসম্পূর্ণ করা হয়। সুতরাং বলা যায় যে, হিসাববিষয়ক জটিলতা নিরসনের জন্য দক্ষ অভিজ্ঞ হিসাববিজ্ঞানীর তথ্য, উপাত্ত দালিলিক মতামত গ্রহণকে Forensic Accounting বলে।

Forensic হিসাববিজ্ঞান বাংলাদেশঃ বাংলাদেশে বেশির ভাগ অর্থনৈতিক খাত দুর্নীতিতে নিমজ্জিত। সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। সুতরাং Forensic Accounting প্রয়োগের মাধ্যমে দুর্নীতি রোধ করা যেতে পারে।

তবে Forensic Accounting প্রয়োগের পূর্বে ব্যয় উপকার তুলনা (Cost Benefit Comparison) করে দেখতে হবে তা ইতিবাচক কিনা।

No comments:

Post a Comment

Post Bottom Ad