৪। হিসাববিজ্ঞান এর ক্রিয়ামূলক এবং পরিচালনামূলক সংজ্ঞা
দিন।
হিসাববিজ্ঞানের ক্রিয়ামূলক (Functional) সংজ্ঞাঃ হিসাববিজ্ঞান যখন কোনো প্রতিষ্ঠানের আর্থিক
লেনদেনগুলো লিপিবদ্ধকরণ, শ্রেণীকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল (লাভ/ক্ষতি) নির্ণয়, উদ্বৃত্তপত্র
প্রস্তুত, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত, ব্যবহারকারীদের
নিকট আর্থিক তথ্য জ্ঞাপন এবং আর্থিক অবস্থা বিশ্লেষণজনিত কার্যাবলির মধ্যে
সীমাবদ্ধ থাকে তখন তাকে ক্রিয়ামূলক হিসাববিজ্ঞান বলা হয়।
হিসাববিজ্ঞানের পরিচালনামূলক (Operational) সংজ্ঞাঃ হিসাববিজ্ঞান যখন কোনো প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, পরিচালনা
প্রণয়ন, বাজেট তৈরিকরণ, ব্যয় নিয়ন্ত্রণ, কর্মীদের কাজের মূল্যায়ন, ভুল
ও জুয়াচুরি প্রতিরোধ এবং তহবিলের উৎস নির্ধারণ ও নিয়ন্ত্রণ কার্যাবলির মধ্যে
সীমাবদ্ধ থাকে তখন তাকে পরিচালনামূলক হিসাববিজ্ঞান বলা হয়।
No comments:
Post a Comment