What is back to back letter of credit - Banking Diploma Education

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, February 28, 2015

What is back to back letter of credit

ব্যাক টু ব্যাক লেটার অব ক্রেডিটঃ আন্তর্জাতিক বাণিজ্যে জড়িত কিছু ব্যবসায়ী নিজে পণ্য উৎপাদান করে না কিন্তু বিদেশী ক্রেতাদের কাছ থেকে নিজের নামে লেটার অব ক্রেডিট এনে উক্ত লেটার অব ক্রেডিটকে সহযোগী জামানত হিসেবে রেখে উৎপাদনকারীর নামে যে ক্রেডিট স্থাপন করে তাকে ব্যাক টু ব্যাক ক্রেডিট বলা হয়। ব্যাংক টু ব্যাক ক্রেডিটে মূল ক্রেডিটের প্রায় সকল শর্ত যথা পণ্যের পরিমাণ, বর্ণনা ইত্যাদি সংযোগজন করা হয়। পণ্যের মূল্য কিছুটা রদবদল এবং শিপমেন্ট ও নেগোশিয়েশনের তারিখ এগিয়ে আনা হয়।


No comments:

Post a Comment

Post Bottom Ad