ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ এর অংক সমাধানসহ - Banking Diploma Education

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, September 20, 2016

ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ফরেন এক্সচেঞ্জ এর অংক সমাধানসহ


ডিসেম্বর-২০১৪
৯. নিম্নের উপাত্তের ভিত্তিতে ইউরোতে প্রকাশিত রপ্তানি বিলসমূহ ক্রয়ের জন্য আপনার ব্যাংকের ইউরো ক্রয়মূল্য নির্ধারন করুনঃ-

ক) ঢাকায় বিনিময় হারঃ
মাঃ ডঃ ১ = টাকা ৭৭.৪০৬০-৭৭.৩০৫০ ইউরো ১ = মাঃ ডঃ ১.৩০৮০-১.৩০১০

খ)ড্রাফটগুলো ৬০ দিনের সাইট ভিত্তিতে ড্র করা হয়েছ;

গ)প্রতি ইউরোতে লাভের মার্জিন টাকা ০.২০ অন্তর্ভক্ত করুন;

ঘ)ট্রানজিট সময় ৫ দিন;

ঙ)ওভারহেড চার্জ ১/৩২%;

চ)সুদের হার বার্ষিক ৫৫;
(৩৬০ দিনে বছর গণ্য করতে হবে)

সমাধান
প্রদত্ত বিনিময় হার
মাঃ ডঃ ১ = টাকা ৭৭.৪০৬০-৭৭.৩৫০ ইউরো ১ = মাঃ ডঃ ১.৩০৮০-১.৩০১০
মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা(টাকা) পরিবর্তনশীল এবং ক্সবদেশিক মুদ্রা(মাঃডঃ) স্থির। কাজেই এটি একটি প্রত্যক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নিম্ন হারে ক্রয় উচ্চ হারে বিক্রয়।
সুতরাং মাঃ ডঃ = টা. ৭৭.৩০৫০
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত ড্রাফটের মূল্য বাবদ ইউরো সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মাঃ ডঃ ক্রয় করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমান ডলারের বিনিময়ে ইউরো ক্রয় করবে। সুতরাং বাংলাদেশী ডিলার ব্যাংকের জন্য ইউরো মাঃ ডঃ এর প্রযোজ্য বিনিময় হার হবে-
ইউরো ১ = মা. ড. ১.৩০১০
এখন, ইউরো ১ = ১.৩০১০* ১ মা.ড.
=১.৩০১০*টা ৭৭.৩০৫০[যেহেতু, ১ মা.ড. = ৭৭.৩০৫০ টাকা]
=টা ১০০.৫৭৩৮
বিনিময় মার্জিন নির্ণয়
বিল প্রাপ্তির সময় = (৬০+৫) দিন = ৬৫ দিন
বিল প্রাপ্তির সময়ে সুদ = চজঞ/৩৬০*১০০ = ১০০.৫৭৩৮*৫*৬৫/৩৬০*১০০ = ০.৯০৮০টাকা লাভের মার্জিন = ০.২০ টাকা
ওভার হেড চার্জ = ১০০.৫৭৩৮*১/৩২% টাকা = ০.০৬২৯ টাকা
মোট বিনিময় মার্জিন = (সুদ + লাভের মার্জিন + ওভার হেড চার্জ) = (০.৯০৮০+০.২০+০.০৬২৯) টাকা = ১.১৭০৯ টাকা নিণেয় বিনিময় হার

ইউরো ১=টাঃ (১০০.৫৭৩৮-১.১৭০৯)=টাঃ ৯৯.৪০২৯

জুন -২০১৪

নিম্নোক্ত উপাত্ত সমূহ ব্যবহার করে ২৫,০০০ পাউন্ড মূল্যমানের ১২০ দিনে পরিশোধ যোগ্য রপ্তানি বিল ক্রয়ের
জন্য বিনিময় হার নির্ণয় করুনঃ-
ক)পাঃ স্টাঃ ১ = মাঃ ডঃ ১.৪৯৪৭-১.৪৯৫৭;

খ)মাঃ ডঃ ১ = টাকা ৭৬.৫০৮০-৭৬.৬০৭০;

গ)ট্রানজিট সময় ১০ দিন;

ঘ)সুদের হার বার্ষিক ৬%;

ঙ)লাভের মার্জিন ১/১৬%;

চ)ডাক মাশুল/সুইফট ১/৩২%।
গ্রাহকের হিসাবে কত টাকা ক্রেডিট করা হবে তাও নিণয় করুন। ( এক বছর ৩৬০ অথবা ৩৬৫ দিন হিসাবে গণ্য করতে পারেন)

সমাধান
প্রদত্ত বিনিময় হার
পাঃ স্টাঃ ১ = মাঃ ডঃ ১.৪৯৪৭-১.৪৯৫৭ মাঃ ডঃ ১ = টাকা ৭৬.৫০৮০-৭৬.৬০৭০
মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে অনুমান করা যায় যে , বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত রপ্তানি বিলের মূল্য বাবদ পাউন্ড স্টর্লিং সঙগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডিলার গণ কম পরিমান ডলারের বিনিময়ে পাউন্ড স্টালিং ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডিলার ব্যাংকের জন্য পা. স্টা. এা. ড. এর প্রযোজ্য বিনিময় হার হবে-
পা. স্টা. ১ = মা. ড. ১.৪৯৪৭ এখন পা. স্টা. ১ = ১.৪৯৪৭*১ মা. ড.
=১.৪৯৪৭*টা ৭৬.৫০৮০ যেহেতু ১ মা. ড. = ৭৬.৫০৮০ টাকা]
=টাকা ১১৪.৩৫৬৫
বিনিময় মার্জিন নির্ণয়
বিল প্রাপ্তির সময় = (১২০+১০) দিন = ১৩০ দিন
বিল প্রাপ্তির সময়ের সুদ= চজঞ/৩৬০*১০০=১১৪.৩৫৬৫*৬*১৩০/৩৬০*১০০=২.৪৭৭৭ টাকা লাভের মার্জিন = ১১৪.৩৫৬৫*১/১৬% টাকা = ০.০৭১৫ টাকা ডাকমাশুল/সুইফট=১১৪.৩৫৬৫*১/৩২% টাকা= ০.০৩৫৭ টাকা

মোট বিনিময় মার্জিন= (সুদ+লাভের মার্জিন+ডাকমাশুল/ সুইফট)=(২.৪৭৭৭+০.০৭১৫+০.০৩৫৭) টাকা= ২.৫৮৪৯ টাকা
ডনর্ণেয় বিনিময় হার
পাঃ স্টাঃ ১ = টাঃ (১১৪.৩৫৬৫-২.৫৮৪৯) = টাঃ ১১১.৭৭১৬
গ্রাহকের হিসাবে ক্রেডিট করতে হবে = (২৫,০০০*১১.৭৭১৬) টাকা= ২৭.৯৪, ২৯০.০০ টাকা

ডিসেম্বর-২০১৩

নিম্নের উপাত্তসমূহ ব্যবহার করে একটি জার্মান ব্যাংকের উপর ড্র করা ড্রাফট ক্রয়ের জন্য আপনার ব্যাংকের বিনিময় হার নির্ণয় করুনঃ-
ক)আন্তঃ ব্যাংক বাজারে বিদ্যমান বিনিময় হার ঃ মাঃ ডঃ ১ = টাকা ৭৭.৩০৮০-৭৭.২০৩০ ইউরো ১ = মাঃ ডঃ ১.২০৬০-১.৩০৫০
খ)বিলটি (ড্রাফট) ৯০ দিন সাইট ভিত্তিতে ড্র করা;
গ)আপনার ব্যাংকের লাভের মার্জিন প্রতি ইউরো টাকা ০.১৫;
ঘ)সুদের বার্ষিক হার ৬%;
ঙ)ট্রানজিট সময় ১০ দিন । (৩৬০ দিনে ১ বছর ধরতে হবে) সমাধান
প্রদত্ত বিনিময় হার
মাঃ ডঃ ১ = টাকা ৭৭.৩০৮০-৭৭.২০৩০ ইউরো ১ = মাঃ ডঃ ১.২০৬০-১.৩০৫০
এাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা (টাকা) পরিবর্তনশীল এবং ‣বদেশিক মুদ্রা(মা.ড.) স্থির। কাজেই এটি একটি প্রতেক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নি¤œ হারে ক্রয়, উ‖চ হারে বিক্রয়।
সুতরাং, মাঃ. ড. = টা. ৭৭.২০৩০
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত ড্রাফটের মূল্য বাবদ ইউরো সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমান ডলারের বিনিময়ে ইউরো ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডিলার ব্যাংকের জন্য ইউরো মা. ড. এর প্রযোজ্য বিনিময় হার হবে-
ইউরো ১ = মা. ড. ১.২০৬০
এখন, ইউরো ১ = ১.২০৬০*১ মা. ড.
=১.২০৬০*টা.৭৭.২৩০[ যেহেতু ১ মা. ড. =৭৭.২০৩০ টাকা]
=টা. ৯৩.১০৬৮

বিনিময় মার্জিন নির্ণয়
বিল প্রাপ্তির সময়= (৯০+১০) দিন = ১০০ দিন
বিল প্রাপ্তির সময়ে সুদ= চজঞ/৩৬০*১০০=৯৩.১০৬৮*১০০/৩৬০*১০০=১.৫৫১৮ টাকা লাভের মার্জিন = ০.১৫০০ টাকা
ব্যাংকের ওভারহেড চার্জ= ৯৩.১০৬৮*১/১৬% টাকা= ০.০৫৮২ টাকা
মোট বিনিময় মার্জিন = (সুদ + লাভের মার্জিন + ব্যাংকের ওভার হেড চার্জ) = (১.৫৫১৮+০.১৫০০+০.০৫৮২) টাকা = ১.৭৬ টাকা নির্ণেয় বিনিময় হার
ইউরো ১ টাঃ (৯৩.১০৬৮-১.৭৬) = টাঃ ৯১.৩৪৬৮


ডিসেম্বর-২০১২

১০. উল্লিখিত উপাত্তসমূহ ব্যবহার করে ১০,০০০ পাউন্ড স্টার্লিং মূল্যমানের একটা রপ্তানি বিল ক্রয়ের জন্য বিনিময় হার নির্ণয় কর―নঃ-
ক) বিদ্যমান বিনিময় হার -
পাঃ ১ = মাঃ ডঃ ১.৫৬৫০-১.৫৬৫৫
মাঃ ডঃ ১ = টাকা ৮২.২৮০০-৮২.২৫০০
খ)বিলটি ৬০ দিনের সাইট ভিত্তিতে ড্র করা হয়েছে;
‘গ) সুদের হার বার্ষিক ১০%;
ঘ)আপনার ব্যাংকের লাভের মার্জিন প্রতি পাউন্ডে টাঃ ০.১০;
ঙ)আপনার ব্যাংকের ওভার হেড চার্জ প্রতি পাউন্ডে ১/৩২%;
চ)ট্রানজিট সময় ১০ দিন।
সমাধান
প্রদত্ত বিনিময় হার
পাঃ ১ = মাঃ ডঃ ১.৫৬৫০-১.৫৬৫৫
মাঃ ডঃ ১ = টাকা ৮২.২৮০০-৮২.২৫০০;
মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা (টাকা) পরিবর্তনশীল এবং ক্সবদেশিক মুদ্রা (মা. ড.) স্থির।কাজেই এটি একটি প্রত্যক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নি¤œ হারে ক্রয়, উ‖চ হারে বিক্রয়।
সুতরাং, মা. ড. = টা. ৮২.২৫০০
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত রপ্তানি বিলের মূল্য বাবদ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমাণ ডলারের বিনিময়ে পাউন্ড স্টার্লিং ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডলার ব্যাংকের জন্য পা. স্টা. –মা. ড. এর প্রযোজ্য বিকনিময় হার হবে-

পা. ১ = মা. ড. = ১.৫৬৫০
এখন, পাউন্ড ১ = ১.৫৬৫০*১ মা. ড.
=১.৫৬৫০*টা ৮২.২৫০০ [ যেহেতু ১ মা. ড. = ৮২.২৫০ টাকা]
=টা. ১২৮.৭২১৩
বিনিময় মার্জিন নির্ণয়
মোট সময় = (৬০+১০)= ৭০ দিন
৭০ দিনের মোট সুদ = চজঞ/৩৬০*১০০=১২৮.৭২১৩*১০*৭০/৩৬০*১০০=২.৫০২৯ টাকা ওভার হেড চার্জ = ১২৮.৭২১৩*১/৩২% টাকা = ০.০৪০২ টাকা
মোট বিনিময় মার্জিন = ( ৭০ দিনের মোট সুদ +ওভার হেড চার্জ) = (২.৫০২৯+০.০৪০২) টাকা = ২.৬৪৩১ টাকা
নির্ণেয় বিনিময় হার
পাঃ ১ = টাঃ (১২৮.৭২১৩-২.৬৪৩১)= টাঃ ১২৬.০৭৮২

মে-২০১৪

নিম্নলিখিত উপাত্তসমূহের সাহায্যে আপনার ব্যাংক কতৃক পাউন্ড স্টার্লিং-এ ড্র করা একখানা চেক ক্রয় করার জন্য বিনিময় হার নির্ণয় কর―নঃ-
ক)পাঃ স্টাঃ ১ = মাঃ ডঃ ১.৫২৯০-১.৫২৯৯
খ)মাঃ ডঃ ১ = টাকা ৬৮.৫৩২১-৬৯.২১০০
‘গ) ট্রানজিট সময় ১০ দিন
ঘ)সুদের হার বার্ষিক ১২%;
ঙ)ডাকমাশুল ১/৩২%;
চ)প্রতি পাউন্ডে লাভের অংক টাকা ০.১০ (৩৬০ দিনে ১ বছর হিসাব করতে হবে)।
সমাধান
প্রদত্ত বিনিময় হার
পাঃ স্টাঃ ১ = মাঃ ডঃ ১.৫২৯০-১.৫২৯৯ মাঃ ডঃ ১ = টাকা ৬৮.৫৩২১-৬৯.২১০০
মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা (টাকা) পরিবর্তনশীল এবং ক্সবদেশিক মুদ্রা (মা. ড.) স্থির।কাজেই এটি একটি প্রত্যক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নি¤œ হারে ক্রয়, উ‖চ হারে বিক্রয়।
সুতরাং, মা. ড. = টা. ৬৮.৫৩২১
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত রপ্তানি বিলের মূল্য বাবদ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে


আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমাণ ডলারের বিনিময়ে পাউন্ড স্টার্লিং ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডলার ব্যাংকের জন্য পা. স্টা. –মা. ড. এর প্রযোজ্য বিনিময় হার হবে-
পা.স্টা ১ = মা. ড. = ১.৫২৯০ এখন, পা.স্টা ১ = ১.৫২৯০*১ মা. ড.
=১.৫২৯০*টা ৬৮.৫৩২১ [ যেহেতু ১ মা. ড. = ৬৮.৫৩২১ টাকা]
=টা. ১০৪.৭৮৫৬
বিনিময় মার্জিন নির্ণয়
ট্রানজিট সময়ে (১০ দিনে) সুদ= চজঞ/৩৬০*১০০=১০৪.৭৮৫৬*১২*১০/৩৬০*১০০=০.৩৪৯৩ টাকা ডাকমাশুল= ১০৪.৭৮৫৬*১/৩২% টাকা= ০.০৩২৭ টাকা
লাভের মার্জিন = ০.১০ টাকা
মোট বিনিময় মার্জিন = (সুদ+ডাকমাশুল+লাভের মার্জিন)= (০.৩৪৯৩+০.০৩২৭+০.১০) টাকা= ০.৪৮২০ টাকা
নির্ণেয় বিনিময় হার
পাঃ স্টাঃ ১ = টাঃ (১০৪.৭৮৫৬-০.৪৮২০) = টাঃ ১০৪.৩০৩৬

জুন-২০১৩

নিম্নের উপাত্তের ভিত্তিতে পাউন্ড স্টার্লিং-এ অভিহিত রপ্তানি বিল ক্রয়ের জন্য বিনিময় হার নির্ণয় করুনঃ- ক) বিনিময় হার-
পাঃ স্টাঃ ১ = মাঃ ডঃ ১.৪০৭০-১.৪০৯০; মাঃ ডঃ ১ = টাকা ৮০.৬০৪০-৮০.৭০৫০;
খ)ট্রানজিট সময়-১০ দিন
গ)সুদের হার বার্ষিক ১০%;
ঘ)লাভের হার প্রতি পাউন্ড স্টার্লিং-এ টাঃ ০.১০;
ঙ)ডাকমাশুল শতকরা ১/১৬%;
(৩৬০ দিনে বছর হিসাব করতে পারেন।)
সমাধান
প্রদত্ত বিনিময় হার
পাঃ স্টাঃ ১ = মাঃ ডঃ ১.৪০৭০-১.৪০৯০ মাঃ ডঃ ১ = টাকা ৮০.৬০৪০-৮০.৭০৫০


মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা (টাকা) পরিবর্তনশীল এবং ক্সবদেশিক মুদ্রা (মা. ড.) স্থির।কাজেই এটি একটি প্রত্যক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নি¤œ হারে ক্রয়, উ‖চ হারে বিক্রয়।
সুতরাং মা. ড. = টা. ৮০.৬০৪০
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত রপ্তানি বিলের মূল্য বাবদ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমাণ ডলারের বিনিময়ে পাউন্ড স্টার্লিং ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডলার ব্যাংকের জন্য পা. স্টা. –মা. ড. এর প্রযোজ্য বিকনিময় হার হবে-
পা. স্টা. ১ = মা. ড. ১.৪০৭০
এখন, পা. স্টা. ১ = ১.৪০৭০*১ মা. ড.]
=১.৪০৭০ * টা. ৮০.৬০৪০[যেহেতু ১ মা. ড. = ৮০.৬০৪০ টাকা] = টা ১১৩.৪০৯৮
বিনিময় মার্জিন নির্ণয়
ট্রানজিট সময় = ১০ দিন
১০ দিনের মোট সুদ = চজঞ/৩৬০*১০০=১১৩.৪০৯৮*১০*১০/৩৬০*১০০=৩.১৫০৩ টাকা লাভের হার প্রতি পাউন্ড স্টার্লিং- এ টাঃ ০.১গ
ডাকমাশুল = ১১৩.৪০৯৮*১/১৬% টাকা = ০.০৭০৮ টাকা
মোট বিনিময় মার্জিন = (সুদ + লাভ + ডাকমাশুল)= (৩.১৫০৩+০.১০+০.০৭০৮) টাকা = ৩.৩২১১
টাকা
নির্ণেয় বিনিময় হার
পাঃ স্টাঃ ১ = টাঃ (১১৩.৪০৯৮-৩.৩২১১)= টা ১১০.০৮৮৭

নভেম্বর-২০১১

১১. নিম্নলিখিত তথ্যাবলী অবলম্বনে পাউন্ড স্টার্লিং এ উলিখিত ১২০ দিন মেয়াদী বিল ক্রয়ের জন্য বিনিময় হার নির―পণ কর―নঃ
পাঃ স্টাঃ ১ = মাঃ ডঃ ১.৪৯৪৭-১.৪৯৫৭ মাঃ ডঃ ১ = টাকা ৭৩.৯০২০-৭৪.৮০৩০ ট্রানজিট সময় ১০ দিন।
‘সুদের হার বার্ষিক ১০%;
লাভের মার্জিন প্রতি পাঃ স্টাঃ এর জন্য টাঃ ০.১০।


সমাধান
প্রদত্ত বিনিময় হার
পাঃ স্টাঃ ১ = মাঃ ডঃ ১.৪৯৪৭-১.৪৯৫৭ মাঃ ডঃ ১ = টাকা ৭৩.৯০২০-৭৪.৮০৩০
মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা (টাকা) পরিবর্তনশীল এবং ক্সবদেশিক মুদ্রা (মা. ড.) স্থির।কাজেই এটি একটি প্রত্যক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নি¤œ হারে ক্রয়, উ‖চ হারে বিক্রয়।
সুতরাং, মা. ড. = টা. ৭৩.৯০২০
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত রপ্তানি বিলের মূল্য বাবদ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমাণ ডলারের বিনিময়ে পাউন্ড স্টার্লিং ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডলার ব্যাংকের জন্য পা. স্টা. –মা. ড. এর প্রযোজ্য বিনিময় হার হবে-
পা. স্টা. ১ = মা. ড. ১.৪৯৪৭*১ মা. ড. এখন, পা. স্টা. ১ = ১.৪৯৪৭*১ মা. ড.
= ১.৪৯৪৭*টা ৭৩.৯০২০ [যেহেতু ১ মা. ড. = ৭৩.৯০২০ টাকা] =টা ১১০.৪৬১৩
বিনিময় মার্জিন নির্ণয়
বিল প্রাপ্তির সময় = (১২০+১০) দিন = ১৩০ দিন
বিল প্রাপ্তির সময়ে সুদ = চজঞ/৩৬০*১০০=১১০.৪৬১৩*১০*১৩০/৩৬০*১০০=৩.৯৮৮৯ টাকা লাভের মার্জিন প্রতি পাউন্ড স্টার্লিং এর জন্য = ০.১০ টাকা
মোট বিনিময় মার্জিন = ( সুদ+ লাভের মার্জিন) = (৩.৯৮৮৯+০.১০) টাকা = ৪.০৮৮ টাকা নির্ণেয় বিনিময় হার
পাঃ স্টাঃ ১ = টাঃ (১১০.৪৬১৩-৪.০৮৮৯) = টাঃ ১০৬.৩৭২
মে-২০১১
১০.ফ্রাঙ্কফুর্টে অবস্থিত একটি জার্মান ব্যাংকের উপর ১৮০ দিনের সাইট ভিত্তিতে ড্রকৃত ইউরো ২৫,০০০ মূল্যমানের একটি রপ্তানি বিল ক্রয়ের জন্য নিম্নোক্ত উপাত্তের ভিত্তিতে আপনার ব্যাংকের ইউরো ক্রয় হার নির্ণয় কর―নঃ-
ক) আন্তঃ ব্যাংক বাজারে স্পট বিনিময় হার ঃ মাঃ ডঃ ১ = টাকা ৬৯.৮০৪০-৭০.২০৩০

ইউরো ১ = মাঃ ডঃ ১.৩২৩০-১.৩২৫০
খ)মেলিং সময় ১৫ দিন
গ)সুদের হার ৯% (বার্ষিক)
ঘ)লাভের মার্জিন ১/১৬%;
ঙ)আউট অব পকেট ব্যয় বাবদ ১/৩২%; (৩৬০ দিনে বছর গণ্য করা যায়)
সমাধান
প্রদাত্ত বিনিময় হার
মাঃ ডঃ ১ = টাকা ৬৯.৮০৪০-৭০-২০৩০ ইউরো ১= মা. ড. ১.৩২৩০-১.৩২৫০
মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা (টাকা) পরিবর্তনশীল এবং ক্সবদেশিক মুদ্রা (মা. ড.) স্থির।কাজেই এটি একটি প্রত্যক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নি¤œ হারে ক্রয়, উ‖চ হারে বিক্রয়।
সুতরাং, মা. ড. = টা. ৭৩.৯০২০
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত রপ্তানি বিলের মূল্য বাবদ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমাণ ডলারের বিনিময়ে পাউন্ড স্টার্লিং ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডলার ব্যাংকের জন্য পা. স্টা. –মা. ড. এর প্রযোজ্য বিনিময় হার হবে-
ইউরো ১ = মা. ড. ১.৩২৩০
এখন, ইউরো ১ = ১.৩২৩০*১ মা. ড.
=১.৩২৩০*টা ৬৯.৮০৪০[ যেহেতু ১ মা. ড. = ৬৯.৮০৪০ টাকা]
=টা. ৯২.৩৫০৭
বিনিময় মার্জিন নির্ণয়
বিল প্রাপ্তির সময় = (১৮০+১৫) দিন = ১৯৫ দিন
বিল প্রাপ্তির সময়ে সুদ = চজঞ/৩৬০*১০০=৯২.৩৫০৭*৯*১৫/৩৬০*১০০=৪.৫০২১ টাকা লাভের মার্জিন = ৯২.৩৫০৭*১/১৬%টাকা = ০.০৫৭৭ টাকা
আউট অব পকেট ব্যয় = ৯২.৩৫০৭*১/৩২% টাকা = ০.০২৮৯ টাকা
মোট বিনিময় মার্জিন = ( সুদ+লাভের মার্জিন+ আউট অব পকেট ব্যয়) = (০.৫০২১+০.০৫৭৭+০.০২৮৯) টাকা = ৪.৫৮৮৭ টাকা
নির্ণেয় বিনিময় হার
ইউরো ১ = টাঃ (৯২.৩৫০৭-৪.৫৮৮৭) = টাঃ ৮৭.৭৬২০


নভেম্বর-২০১০
ইউরো ৫০,০০০ মূল্যমানের একটি রপ্তানি বিল নেগোসিয়েসনের জন্য একজন রপ্তানিকারক আপনার ব্যাংকে উপস্থাপন করলেন। নিম্নোক্ত উপাত্তসমূহ ব্যবহার করে বিল ক্রয়ের জন্য আপনার ব্যাংকের ইউরোর বিনিময় হার এবং রপ্তানিকারকের হিসাবে কত টাকা ক্রেডিট করা হবে তা নির্ণয় কর―নঃ-
ক)বিলের অংক ইউরো ৫০,০০০
খ)বিলের মেয়াদ ৬০ দিন
গ)ট্রানজিট সময় ১০ দিন
ঘ)সুদের হার বার্ষিক ৫%
ঙ)লাভের মার্জিন প্রতি ইউরো টাকা ০.১০
চ)ডাকমাশুল ১/৩২%
ছ)বিদ্যমান বিনিময় হার
ইউরো ১ = মাঃ ডঃ ১.২২১৫-১.২২১২ মাঃ ডঃ ১ = টাকা ৬৮.৫৮০০-৬৮.৫০০০
৩৬০ দিনে বছর হিসাব করা যেতে পারে। সমাধান
প্রদত্ত বিনিময় হার
মাঃ ডঃ ১ = ৬৮.৫৮০০-৬৮.৫০০০ ইউরো ১ = মাঃ ডঃ ১.২২১৫-১.২২১২
মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা (টাকা) পরিবর্তনশীল এবং ক্সবদেশিক মুদ্রা (মা. ড.) স্থির।কাজেই এটি একটি প্রত্যক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নি¤œ হারে ক্রয়, উ‖চ হারে বিক্রয়।
সুতরাং, মা. ড. = টা. ৬৮.৫০০০
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত রপ্তানি বিলের মূল্য বাবদ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমাণ ডলারের বিনিময়ে পাউন্ড স্টার্লিং ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডলার ব্যাংকের জন্য পা. স্টা. –মা. ড. এর প্রযোজ্য বিনিময় হার হবে-
ইউরো ১ = মা. ড. ১.২২১২
এখন, ইউরো ১ = ১.২২১২*১ মা. ড.
=১.২২১২*টা ৬৮.৫০০০[ যেহেতু ১ মা. ড. = টা ৬৮.৫০০০]
=টা. ৮৩.৬৫২২

বিনিময় মার্জিন নির্ণয়
বিল প্রাপ্তির সময় = (৬০+১০) দিন = ৭০ দিন
বিল প্রাপ্তির সময়ে সুদ = চজঞ/৩৬০*১০০=৮৩.৬৫২২*৫*৭০/৩৬০*১০০=০.০৮১৩৩৩ টাকা লাভের মার্জিন = ০.১০ টাকা
ডাক মাশুল = ৮৩.৬৫২২*১/৩২% টাকা = টাকা ০.০২৬১
মোট বিনিময় মার্জিন = ( সুদ+লাভের মার্জিন+ডাক মাশুল) = (০.৮১৩৩+০.১০+০.০২৬১) টাকা = ০.৯৩৯৪ টাকা
নির্ণেয় বিনিময় হার
ইউরো ১ = টাঃ (৮৩.৬৫২২-০.৯৩৯৪) = ৮২.৭১২৮
রপ্তানিকারকের হিসাবে ক্রেডিট করা হবে = টাকা ৯ ৫০,০০০*৮২.৭১২৮) বা ৪১,৩৫,৬৪০.০০ টাকা
৭. নিম্নোক্ত উপাত্তসমূহ ব্যবহার করে ৫,০০০ পাউন্ডের একটি রপ্তানি বিল ক্রয়ের জন্য আপনার ব্যাংকের বিনিময় হার নির্ণয় কর―নঃ-
ক)বিলের মেয়াদ ৬০ দিন
খ)ট্রানজিট সময় ১০ দিন
গ)সুদের হার ১৫% (বার্ষিক)
ঘ)ব্যাংকের লাভের মার্জিন টাঃ ০.১০ প্রতি পাউন্ডে
ঙ)ওভার হেড চার্জ টাঃ ০.০৫ প্রতি পাউন্ডে
চ)বিদ্যমান বিনিময় হার ঃ-
পাঃ ১ = মাঃ ডঃ ১.৫০৬৫-১.৪৫৭৫ মাঃ ডঃ ১ = টাঃ ৬৮.৬০২০-৬৮.৪০৪০
রপ্তানিকারককে মোট কত টাকা দিতে হবে তাও নির্ণয় কর―ন। (৩৬০ দিনে ১ বছর)। সমাধান
প্রদত্ত বিনিময় হার
পাঃ ১ = মাঃ ডঃ ১.৫০৬৫-১.৪৫৭৫
মাঃ ডঃ ১ = টাকা ৬৮.৬০২০-৬৮.৪০৪০;
মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা (টাকা) পরিবর্তনশীল এবং ক্সবদেশিক মুদ্রা (মা. ড.) স্থির।কাজেই এটি একটি প্রত্যক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নি¤œ হারে ক্রয়, উ‖চ হারে বিক্রয়।
সুতরাং, মা. ড. = টা. ৬৮.৫০০০
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত রপ্তানি বিলের মূল্য বাবদ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে


আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমাণ ডলারের বিনিময়ে পাউন্ড স্টার্লিং ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডলার ব্যাংকের জন্য পা. স্টা. –মা. ড. এর প্রযোজ্য বিনিময় হার হবে-
পাঃ ১ = মা. ড. ১.৪৫৭৫
এখন, পাঃ ১ = ১.৪৫৭৫*১ মা. ড.
=১.২২১২*টা ৬৮.৪০৪০[যেহেতু ১ মা. ড. = টা ৬৮.৪০৪০]
=টা. ৯৯.৬৯৮৮
বিনিময় মার্জিন নির্ণয়
মোট সময় = (৬০+১০) দিন = ৭০ দিন
৭০ দিনের মোট সুদ = চজঞ/৩৬০*১০০=৯৯.৬৯৮৮*১৫*৭০/৩৬০*১০০=২.৯০৭৯ টাকা ব্যাংকে লাভের মার্জিন প্রতি পাউন্ডে = টাকা০.১০ টাকা
ওভার হেড চার্জ প্রতি পাউন্ডে =টাকা ০.০৫ টাকা
মোট বিনিময় মার্জিন = ( সুদ+লাভের মার্জিন+ ওভার হেড চার্জ) = (২.৯০৭৯+০.১০+০.০৫) টাকা = ৩.০৫৭৯টাকা
নির্ণেয় বিনিময় হার
পাঃ ১ = টাঃ (৯৯.৬৯৮৮-৩.০৫৭৯) = টাঃ ৯৬.৬৪০৯
রপ্তানিকারকের দিতে হবে =(৫,০০০*৯৬.৬৪০৯) টাকা= ৪.৮৩,২০৪.৫০ টাকা
ডিসেম্বর-২০০৯
৭. নিম্নোক্ত উপাত্তসমূহের ভিত্তিতে ৯০ দিন মেয়াদি পাউন্ড স্টার্লিং রপ্তানি বিল ক্রয় করার জন্য আপনার ক্রয় মূল্য নির্ণয় কর―নঃ-
ক) স্পট রেট ঃ -
পাউন্ড ১ = মা. ড. ১.৬০২০-১.৬০৫০ মা. ড. ১ টা ৬৮.৪০৫০-৬৮.৪০৭০
খ)প্রেরন সময় ১০ দিন
গ)সুদের হার ৬% (বার্ষিক)
ঘ)ব্যাংকের লাভের মার্জিন প্রতি পাউন্ডে টাকা ০.২০
ঙ)ডাক মাশুল ১/১৬%


[৩৬০ দিনে এক বৎসর ধরা যেতে পারে] সমাধান
প্রদত্ত বিনিময় হার
পাঃ ১ = মাঃ ডঃ১.৬০২০-১.৬০৫০
মাঃ ডঃ ১ = টাকা ৬৮.৪০৫০-৬৮.৪০৭০
মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা (টাকা) পরিবর্তনশীল এবং ক্সবদেশিক মুদ্রা (মা. ড.) স্থির।কাজেই এটি একটি প্রত্যক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নি¤œ হারে ক্রয়, উ‖চ হারে বিক্রয়।
সুতরাং, মা. ড. = টা. ৬৮.৪০৫০
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত রপ্তানি বিলের মূল্য বাবদ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমাণ ডলারের বিনিময়ে পাউন্ড স্টার্লিং ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডলার ব্যাংকের জন্য পা. স্টা. –মা. ড. এর প্রযোজ্য বিনিময় হার হবে-
পাঃ ১ = মা. ড. ১.৬০২০
এখন, পাঃ ১ = ১.৬০২০*১ মা. ড.
=১.৬০২০*টা ৬৮.৪০৫০[যেহেতু ১ মা. ড. = টা ৬৮.৪০৫০]
=টা. ১০৯.৫৮৪৮
বিনিময় মার্জিন নির্ণয়
মোট সময় = (৯০+১০) দিন =১০০ দিন
১০০ দিনের মোট সুদ = চজঞ/৩৬০*১০০=৯৯.৬৯৮৮*৬*১০/৩৬০*১০০=১.৮২৬৪ টাকা ব্যাংকে লাভের মার্জিন প্রতি পাউন্ডে = টাকা০.২০ টাকা
ডাকমাশুল =১০৯.৫৮৪৮*১/১৬%= টাকা ০.০৬৮৫ টাকা
মোট বিনিময় মার্জিন = ( সুদ+লাভের মার্জিন+ ডাকমাশুল ) = (১.৮২৬৪+০.২০+০.০৬৮৫) টাকা = ২.০৯৪৯টাকা
নির্ণেয় বিনিময় হার
পাঃ ১ = টাঃ (১০৯.৫৮৪৮-২.০৯৪৯) = টাঃ ১০৭.৪৮৯৯
মে-২০০৯

৭. ইউরোতে অভিহিত রপ্তানি বি নেগোসিয়েট করার জন্য নিম্নলিখিত উপাত্তসমূহ ব্যবহার করে ক্রয় হার নির্ণয় কর―নঃ-
ক)আন্তঃ ব্যাংক মার্কেটে বিনিময় হারঃ- ডঃ ১ = টাঃ ৬৯.৪০০০-৭০.১৫০০ ইউরো ১ = ডঃ ১.৩০৪০-১.৩০৫০
খ)ইউরোপ থেকে বিলের মূল্য সংগ্রহ করতে আনুমানিক সময় লাগে ১০ দিন।
গ)ঢাকায় সুদের হার বার্ষিক ১২ %।
ঘ)প্রতি ইউরোয় আপনার লাভের মার্জিন টাঃ ০.২৫ (৩৬০ দিনে ১ বছর)
সমাধান
প্রদত্ত বিনিময় হার প্রদত্ত বিনিময় হার
মাঃ ডঃ ১ = টাকা ৬৯.৪০০০-৭০.১৫০০ ইউরো ১ = মাঃ ডঃ ১.৩০৪০-১.৩০৫০
মাঃ ডঃ টাকার বিনিময় হারের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা (টাকা) পরিবর্তনশীল এবং ক্সবদেশিক মুদ্রা (মা. ড.) স্থির।কাজেই এটি একটি প্রত্যক্ষ বিনিময় হার। প্রত্যক্ষ বিনিময় হারের সূত্র হলো, নি¤œ হারে ক্রয়, উ‖চ হারে বিক্রয়।
সুতরাং, মা. ড. = টা. ৬৯.৪০০০
আলোচ্য সমস্যার ক্ষেত্রে অনুমান করা যায় যে, বাংলাদেশের ডিলার ব্যাংক ক্রয়কৃত রপ্তানি বিলের মূল্য বাবদ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে তা বিক্রি করে আন্তর্জাতিক মুদ্রা বাজার হতে মা. ড. ক্রয় করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক ডিলারগণ কম পরিমাণ ডলারের বিনিময়ে পাউন্ড স্টার্লিং ক্রয় করবে। সুতরাং, বাংলাদেশী ডলার ব্যাংকের জন্য পা. স্টা. –মা. ড. এর প্রযোজ্য বিনিময় হার হবে-
ইউরো ১ = মা. ড. ১.৩০৪০
এখন, ইউরো ১ = ১.৩০৪০*১ মা. ড.
=১.৩০৪০*টা ৬৯.৪০০০[যেহেতু ১ মা. ড. = টা ৬৯.৪০০০]
=টা. ৯০.৪৯৭৬
বিনিময় মার্জিন নির্ণয়
বিল প্রাপ্তির সময় = ১০ দিন
বিল প্রাপ্তির সময়ে সুদ = চজঞ/৩৬০*১০০=৯০.৪৯৭৬*১২*১০/৩৬০*১০০=০.৩০১৭টাকা

লাভের মার্জিন = ০.২৫ টাকা
ডাক মাশুল = ৮৩.৬৫২২*১/৩২% টাকা = টাকা ০.০২৬১
মোট বিনিময় মার্জিন = ( সুদ+লাভের মার্জিন) = (০.৩০১৭+০.২৫) টাকা = ০.৫৫১৭ টাকা নির্ণেয় বিনিময় হার
ইউরো ১ = টাঃ (৯০.৪৯৭৬-০.৫৫১৭) =টা ৮৯.৯৪৫৯

No comments:

Post a Comment

Post Bottom Ad